ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
মোস্তফা জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলার আসামি ছিলেন।
পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১১টার দিকে লালমাটিয়ায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে হাতকড়া পরানোর চেষ্টা করলে নিরাপত্তাপ্রহরীসহ একদল লোক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
মোস্তফাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।