ঢাকা মহানগর এলাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩৫, মামলা ৮২

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৬:৪২

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে।

এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। 

টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। 

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। 
 গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মোট ২৩৫ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সাত জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, ১২ জন চোর,২৩ জন মাদক কারবারি ও ৩৭ জন পরোয়ানাভূক্ত আসামি। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত অপরাধীদেওর গ্রেফতার করা হয়। 

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ৩৬ রাউন্ড গুলি, চারটি ককটেল, দুটি সামুরাই, একটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ডেগার, দুটি কাঁচি, ৬৫টি মোবাইল ফোন, একটি ট্যাব, ১১০ ফুট টিএন্ডটি তার, দুটি জাল দলিল, একটি রিকশা, গাড়ির দুটি লুকিং গ্লাস, দুটি ইঞ্জিন কাভার, দুটি ডোর প্যাড ও নগদ ২২০০ টাকা উদ্ধার করা হয়। 

এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ৬৮৪৭ পিস ইয়াবা, ২৬ লিটার দেশী মদ, ৪৮০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন।

গত ২৪ ঘন্টায় ডিএমপি’র বিভিন্ন থানায় ৮২টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০