ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ (বাসস) : দুর্নীতি মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত কর্মচারী (এম.এল.এস.এস) মো. দেলোয়ার সিকদারকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
একইসাথে আসামির জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধভাবে অর্জিত ৫২ লক্ষ ৯৬ হাজার ২৫০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন বিচারক।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া থানার কাদিরখিল গ্রামের মৃত আব্দুল গফুর আলী সিকদারের ছেলে।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় আসামিকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই দুটি ধারার সাজা একইসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজউক কর্মচারী দেলোয়ার সিকদারের বিরুদ্ধে ৫২ লক্ষ ৯৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ মে মামলা করে দুদক। সংস্থার উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২২ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান। পরে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।