ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে মাগুরার শিশুটির মতো অন্য শিশুর মৃত্যু থামবে না : ঢাবি সাদা দল

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২০:২৯ আপডেট: : ১৩ মার্চ ২০২৫, ২১:৫২

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে মাগুরার শিশুটির মতো অন্য শিশুর মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ জানায় সাদা দল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যু আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে।

শিশুটির ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যাশা রেখে নেতৃবৃন্দ বলেন, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশুটির ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচারব্যবস্থা আবার জেগে উঠুক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে এমন মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ঢাবি সাদা দলের শীর্ষ নেতারা মাগুরার শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুটির রুহের মাগফিরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০