আইসিটির কার্যক্রম ফলাফল ভিত্তিক হতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২০:৫২
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটির কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা (টাইম বাউন্ড) এবং ফলাফল ভিত্তিক হতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মতবিনিময়ের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ফয়েজ আহমদ তৈয়্যবকে ফুলেল শুভেচ্ছা জানান সচিব শীষ হায়দার চৌধুরী।

পরে সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘আপনাদের ম্যানেজার এর পাশাপাশি লিডার হিসেবে দেখতে চাই। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। এক্ষেত্রে নির্দেশনার জন্য অপেক্ষা করবেন না।’

তিনি আরও বলেন, ‘আইসিটি সম্পর্কে দেশের মানুষের একটি নেতিবাচক ধারণা আছে। মানুষের সেই ধারণাকে পরিবর্তন করে আইসিটিকে মানুষের স্বার্থে এবং দেশের উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায় সে দায়িত্ব আপনাদের।’ এজন্য আপনাদের একইসাথে ম্যানেজেরিয়াল রোল এবং লিডারশিপ রোল প্লে করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আইসিটির কর্মকর্তাদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিজিটাল ইকোনমি সমৃদ্ধের মাধ্যমে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন করা আপনাদের কাজ। তাই সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

বিভিন্ন প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকল্পের কোয়ালিটি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আইসিটি বিভাগের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নির্দেশনা অনুযায়ী বিভাগের সুনাম ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০