ঢাকা, ১৪ মার্চ, ২০২৫ (বাসস) : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্য ও একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
ডাকাত দলের সদস্যরা হলো মো. শুভ হাওলাদার (২১) ও মো. রোহান (২০) ও ছিনতাইকারী আব্দুল্লাহ হোসেন মাইদুল (২৫)।
গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়ক খান আসিফ তপু আজ এ তথ্য নিশ্চিত করেছেন।