সাভারে অপহৃত প্রবাসী উদ্ধার, গ্রেফতার ৩ 

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৫:৫০

সাভার, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : সাভারে প্রবাসীকে অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে অপহরণে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার নামা গেন্ডার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরআগে একই স্থান থেকে উদ্ধার করা হয় অপহৃত চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে মনসুর আলমকে।

গ্রেফতারকৃতরা হচ্ছে : মারুফ হোসেন (৩৪) আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা বাসস’কে জানান, অভিযুক্ত লাভলীকে ৯ মাস আগে ধার দেয়া ৬৫ হাজার টাকা আদায় করতে ব্যাংক টাউনে গেলে গত ১২ মার্চ অপহৃত হন দুবাই প্রবাসী মনসুর। এই সময় তার পকেটে থাকা ৭২ হাজার টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

আটক থাকা কালে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয় ও মুক্তিপণ হিসেবে নগদ সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধারসহ জড়িত চক্রের তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ইসরাইলি বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে
আওয়ামী লীগের বিচারসহ ৮ দফা ঐকমত্যে এনসিপি ও খেলাফত মজলিস
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের নয়, দুই হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য
চীন-বাংলা বন্ধুত্ব নতুন পর্যায়ে প্রবেশ করেছে: ইয়াও ওয়েন
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের নিগার ও শারমিন
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
রোবডোজার গাজা যুদ্ধে ইসরাইলের নতুন যুদ্ধ যন্ত্র
নওগাঁয় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত
দুর্নীতি মামলায় রাজউক কর্মচারীর ৭ বছরের কারাদণ্ড
দুই মেয়াদের পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সংকুচিত করার যৌক্তিকতা নেই : বিএনপি
১০