মাগুরার সেই শিশুটির ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৭:১২
মাগুরার সেই শিশুটির ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নিহত মাগুরার সেই শিশুটির শোকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়া বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিশুটির বাবা পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। নিজের আদরের ছোট্ট মেয়ের মর্মান্তিক পরিণতি সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

বিষয়টি নজরে এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে সঙ্গেই দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলামকে শিশুটির বাবার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে শিশুটির বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি করেন এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা করেন।

উল্লেখ্য, মাগুরার সেই শিশুটি গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে ৮ মার্চ তার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ১৩ মার্চ দুপুরে শিশুটি মারা যায়।

শুরু থেকেই তারেক রহমান নিজে শিশুটির চিকিৎসার খোঁজখবর রাখেন।  তার নির্দেশে স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ও তার টিম শিশুটি ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঘটনার শুরু থেকেই শিশুটির পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০