বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭:০০
আজ রোববার থেকে বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫ এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫ এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে।

আজ রোববার থেকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

এসময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.), ভর্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুজাক্কীরুল হুদা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, এবারের ভর্তি মেলায় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে নিয়মিত স্কলারশিপের বাহিরে কোর্স ফির উপর অতিরিক্ত ১০ হাজার এবং ৫ হাজার টাকা ছাড় পাবেন। এছাড়া ছাত্রছাত্রীরা মেলা চলাকালীন ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। আগামী ২৫ এপ্রিল মেলা শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০