বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭:০০
আজ রোববার থেকে বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫ এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫ এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে।

আজ রোববার থেকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

এসময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.), ভর্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুজাক্কীরুল হুদা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, এবারের ভর্তি মেলায় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে নিয়মিত স্কলারশিপের বাহিরে কোর্স ফির উপর অতিরিক্ত ১০ হাজার এবং ৫ হাজার টাকা ছাড় পাবেন। এছাড়া ছাত্রছাত্রীরা মেলা চলাকালীন ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। আগামী ২৫ এপ্রিল মেলা শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ
আগস্টের ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি 
পিপিআর সংশোধনের জন্য বিপিপিএ মাঠ পর্যায়ে কর্মশালা 
ইইউতে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সিলেটে দরপত্রদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা বিপিপিএ’র
১০