যুবলীগ নেতা গাজী সারোয়ারের সম্পত্তি জব্দ

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:১৪ আপডেট: : ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা ছয়তলা ভবন, দোকানঘর ও জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

জব্দের আদেশ দেয়া এসব স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, সদরঘাটের গ্রেটওয়াল শপিংমলে থাকা ১৬ টি দোকানঘর, যাত্রাবাড়ীতে থাকা ছয়তলা ভবন এবং একই এলাকায় থাকা সাড়ে সাত শতাংশ জমি।

আবেদনে বলা হয়, গাজী সারোয়ার হোসেন বাবুর (৪১) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৫ লক্ষ ৫২ হাজার ৫২৪ টাকা মূল্যের সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৭ লক্ষ ৩২ হাজার ৫৯৮ টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আসামী গাজী সারোয়ার হোসেন বাবু তার পজিশনে থাকা দোকানসমূহের পজিশন অন্যত্র হস্তান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। তাছাড়া তার মালিকানাধীন অন্যান্য জমি ও বাড়ি অন্যত্র হস্তান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। এজন্য মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি জব্দের আদেশ দেয়া প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ এ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০