যুবলীগ নেতা গাজী সারোয়ারের সম্পত্তি জব্দ

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:১৪ আপডেট: : ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা ছয়তলা ভবন, দোকানঘর ও জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

জব্দের আদেশ দেয়া এসব স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, সদরঘাটের গ্রেটওয়াল শপিংমলে থাকা ১৬ টি দোকানঘর, যাত্রাবাড়ীতে থাকা ছয়তলা ভবন এবং একই এলাকায় থাকা সাড়ে সাত শতাংশ জমি।

আবেদনে বলা হয়, গাজী সারোয়ার হোসেন বাবুর (৪১) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৫ লক্ষ ৫২ হাজার ৫২৪ টাকা মূল্যের সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৭ লক্ষ ৩২ হাজার ৫৯৮ টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আসামী গাজী সারোয়ার হোসেন বাবু তার পজিশনে থাকা দোকানসমূহের পজিশন অন্যত্র হস্তান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। তাছাড়া তার মালিকানাধীন অন্যান্য জমি ও বাড়ি অন্যত্র হস্তান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। এজন্য মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি জব্দের আদেশ দেয়া প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ এ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০