রংপুর, ২১ মার্চ, ২০২৫ (বাসস): ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার রক্ষার বৈশ্বিক কূটনৈতিক লড়াইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। একইসাথে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের খবর প্রচারে দেশের সংবাদ মাধ্যমের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার গনমাধ্যমে প্রেরিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা শাখার দফতর সমন্বয়ক কনক রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জাননো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, ফিলিস্তিনের জনগণের ওপর আবারও বর্বর হামলা চালিয়েছে ইসরাইল সরকার। নেতানিয়াহুর ক্ষমতা পোক্ত করতে চালানো সাম্প্রতিক এই হামলায় এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন।
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির পরও একতরফাভাবে ফিলিস্তিনের ওপর অব্যাহত বিমান ও স্থল হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহে বাধা দিয়ে যাচ্ছে। এই নৃশংসতা সুস্পষ্ট মানবতাবিরোধী অপরাধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন সকল মানবতাবাদী দেশকে ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত নিপীড়ন বন্ধ করতে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার আহবান জানায়।
ইসরাইলের এই নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দোষীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আরব বিশ্ব, জাতিসংঘ, পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানায়। এসব ঘৃণ্য জুলুমে যারা অর্থ, অস্ত্র এবং সমর্থন দিচ্ছেন, তাদের সে সমর্থন বন্ধ করারও আহ্বান জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে ইসরাইলের বন্ধুদেরও আজকে স্বীকার করতেই হবে ফিলিস্তিনে যা হচ্ছে, সেটা কোন যুদ্ধ না। এটা স্রেফ একটা জাতিনিধন কর্মসূচি। এই স্বীকারোক্তি আদায় সংকট সমাধানের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ ধাপ।
রাষ্ট্র সংস্কার আন্দোলন এ লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সরকারকে উদ্যমী ভূমিকা রাখার আহ্বান জানায়। বাংলাদেশকে ঘিরে যে ‘সাউথ-ইস্ট এশিয়ার ফিলিস্তিন’ বানানোর একটি ষড়যন্ত্র চলছে, সেটা রুখে দিয়ে ‘এশিয়ার টাইগার’ রূপে আবির্ভাবে এই উদ্যোগ সহায়ক হবে।
বাংলাদেশের অনেক মিডিয়া ভিউ ব্যবসার অংশ হিসেবে ফিলিস্তিনে এই জাতিগত নিধন কর্মসূচিকে একটা যুদ্ধ হিসেবে তুলে ধরে। এতে তারা ব্যবসায়িকভাবে লাভবান হন, তাদের পশ্চিমা প্রভুরা খুশি হন। কিন্তু ফিলিস্তিনের ওপর বিপদ বাড়ে এবং বাংলাদেশের ওপরও বিপদের আশঙ্কা বাড়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন সাংবাদিক ভাই, বন্ধুদের এবং সামগ্রিকভাবে দেশের আপামর জনগণকে এসব বিষয়ে সচেতন ও স্বোচ্চার হবার আহ্বান জানায়।