বগুড়ায় টিএমএসএস’র দখলে থাকা করতোয়া নদীর ১০ দশমিক ৭৫ একর একর জমি উদ্ধার

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২৩:৩৮
আজ অভিযান চালিয়ে বগুড়ায় টিএমএসএস’র দখলে থাকা করতোয়া নদীর ১০ দশমিক ৭৫ একর একর জমি উদ্ধার করা হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ৯ এপ্রিল ২০২৫ (বাসস): বগুড়ায় করতোয়া নদীর প্রায় ১৭ একর জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। আজকের অভিযানে ১০ দশমিক ৭৫ একর একর জমি উদ্ধার করা হয়েছে। 

বগুড়ার জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুন্সেফ ও আবু শাহমার নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সহায়তায় ঠেঙ্গামারা এলাকায় এ অভিযান চালানো হয়। উক্ত উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এবং নেসকো, বগুড়া ইত্যাদি। 

অভিযানে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) এর দখলে থাকা ভূমির উপর গড়ে তোলা একটি গ্লাস ফ্যাক্টরিসহ ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে টিএমএসএসের অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল গ্লাস ফ্যাক্টরির কয়েকটি স্থাপনা ভেঙে ফেলা হয়। 

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বিসিএল গ্লাস ফ্যাক্টরির অবৈধ অংশ নদীর জমিতে গড়ে তোলা হয়েছিল। ১৯৯৪ সাল থেকে টিএমএসএস করতোয়া নদীর বিভিন্ন অংশে বর্জ্য ফেলে জমি দখল করতে থাকে। এই নিয়ে কয়েকবার ভূমি জরিপ হয়। তবে আগে কখনও জমি উদ্ধার করা যায়নি। সর্বশেষ গত ডিসেম্বরে জরিপে দেখা যায়, টিএমএসএস ১৬ দশমিক ৯৭ একর নদীর জমি অবৈধভাবে দখল করে রেখেছে। নদী কমিশনের জরিপেও একই তথ্য উঠে আসে। 

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নদীর জমি কাউকে লিজ দেয়ার অধিকার কারও নেই। নদীর জমি উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০