২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২৩:৫৩

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ ২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার মেট্রিক টন চাল এবং ৭০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে স্পট মার্কেট থেকে যুক্তরাজ্যের এম/এস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে। যার মূল্য প্রায় ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা।

অন্যদিকে, এম/এস গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে। যার দাম পড়বে প্রায় ৫৬৯ কোটি ২৯ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে টিসিবি স্থানীয় ওপেন টেন্ডার পদ্ধতিতে ঢাকার তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কিনবে। যার মোট মূল্য প্রায় ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা।

এছাড়া, টিসিবি স্থানীয় ওপেন টেন্ডার পদ্ধতিতে ঢাকার সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। যার মূল্য প্রায় ৩৬৪ কোটি ৮৭ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৫ দশমিক ৮৫ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে সরকার ভারতের এম/এস পাট্টাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক ওপেন টেন্ডার পদ্ধতিতে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে। এতে ব্যয় হবে প্রায় ২৪০ কোটি ৮০ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৯৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে  বিএডিসি সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার জন্য ব্যয় প্রায় ৩০৩ কোটি ৭৮ লাখ টাকা এবং প্রতি টনের দাম পড়বে ৬২২ দশমিক ৫০ মার্কিন ডলার।

এছাড়া, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় পঞ্চম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনবে বিএডিসি। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬২ কোটি ৮৭ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৪৫ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০