প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভাণ্ডার সংরক্ষণে ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:১০ আপডেট: : ১৩ এপ্রিল ২০২৫, ১৮:২৭
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভাণ্ডার সংরক্ষণে ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন। ছবি : বাসস

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অধিদপ্তরের অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদপ্তরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে। 

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়।

সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ দুটি কাজের উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে আধুনিকায়নকৃত অডিটরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৪১ তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিউবার 'ফুস্তারের রাজ্য’: জেলেপাড়া থেকে মোজাইকে মোড়া রূপকথার শিল্পপুরী
ফৌজদারি মামলা পরিচালনা বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা: ছাদে আটকা পড়েছে বহু মানুষ
লেবাননে আব্বাস-আউন বৈঠক: অস্ত্র শুধু রাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকা উচিত
কারদাশিয়ানকে জিম্মি করে ডাকাতি : মূল হোতার ১০ বছর কারাদণ্ড চেয়েছে ফরাসি রাষ্ট্রপক্ষ
ট্রাম্প-পুতিন ফোনালাপের পরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি অধরা
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি২০ সম্মেলন অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প
ডিআর কঙ্গোর গোমায় নগদ অর্থের অভাবে তেলের ক্যান দিয়ে স্কুল ফি দিচ্ছেন অভিভাবকরা
ইউরোপ চাপ বাড়ালেও গাজায় হামলা জোরদার রেখেছে ইসরাইল
যুক্তরাষ্ট্রের এভারগ্লেডসে খরা: হুমকিতে প্রাণিকুল ও পর্যটনশিল্প
১০