প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভাণ্ডার সংরক্ষণে ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:১০ আপডেট: : ১৩ এপ্রিল ২০২৫, ১৮:২৭
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ভাণ্ডার সংরক্ষণে ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন। ছবি : বাসস

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অধিদপ্তরের অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদপ্তরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে। 

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়।

সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ দুটি কাজের উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে আধুনিকায়নকৃত অডিটরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৪১ তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০