শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৮
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। ছবি সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. নাসির (২৫) নামো এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ  দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

কারাদণ্ডাদেশের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাভোগ করতে হবে তাকে।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি নাসির বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে আদর করতেন ও চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটের নুরু বাবুর্চির বাড়ির পেছনে একটি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই বছরের ২৭ ডিসেম্বর মো. নাসিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ২০২২ সালের ৩১ মে আদালতে তার বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামরাঙ্গীরচর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন। সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০