শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৮
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। ছবি সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. নাসির (২৫) নামো এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ  দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

কারাদণ্ডাদেশের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাভোগ করতে হবে তাকে।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি নাসির বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে আদর করতেন ও চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটের নুরু বাবুর্চির বাড়ির পেছনে একটি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই বছরের ২৭ ডিসেম্বর মো. নাসিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ২০২২ সালের ৩১ মে আদালতে তার বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামরাঙ্গীরচর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন। সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
নিউ ইয়র্কে ভোটে জয়ের পথে মামদানি, মার্কিন রাজনীতিতে নতুন আশার সঞ্চার 
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
১০