শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৮
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। ছবি সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. নাসির (২৫) নামো এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ  দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

কারাদণ্ডাদেশের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাভোগ করতে হবে তাকে।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি নাসির বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে আদর করতেন ও চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটের নুরু বাবুর্চির বাড়ির পেছনে একটি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই বছরের ২৭ ডিসেম্বর মো. নাসিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ২০২২ সালের ৩১ মে আদালতে তার বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামরাঙ্গীরচর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন। সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১০