শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৮
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। ছবি সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. নাসির (২৫) নামো এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ  দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

কারাদণ্ডাদেশের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাভোগ করতে হবে তাকে।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি নাসির বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে আদর করতেন ও চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটের নুরু বাবুর্চির বাড়ির পেছনে একটি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই বছরের ২৭ ডিসেম্বর মো. নাসিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ২০২২ সালের ৩১ মে আদালতে তার বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামরাঙ্গীরচর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন। সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০