এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:০৯ আপডেট: : ১৭ এপ্রিল ২০২৫, ২০:০৩
প্রতীকী ছবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৯৩ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৭০ শতাংশ।

আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৫৮ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৪৪ হাজার ২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৩ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭১ হাজার ২৭৩ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ২৩৮ জনের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ১৭৪ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ১৯৯ জনের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৪৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৩ হাজার ৪২৫ জনের মধ্যে ৮২ হাজার ৪৮৩ পরীক্ষার্থী অংশ নেয়। ৯৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮১ হাজার ১৫২ জনের মধ্যে ৭৯ হাজার ৯৭৭ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার ৫৮২ জনের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৫০৩ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯৬ হাজার ৩৫৫ জনের মধ্যে ৯৫ হাজার ৩০৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৭৯ হাজার ৩০২ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৩৫ জন। মোট ১১ হাজার ৯৬৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৪ দশমিক ২৮ শতাংশ। এ বোর্ডে ৫৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১১৪টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৫২৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪০১ জন। মোট অনুপস্থিত ১২৫ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ
সবার প্রিয় পাহাড়ের খাবার মুন্ডি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট
ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া, ব্যবহার করেছে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র : কিয়েভ
ফেড কর্মকর্তারা কর্মসংস্থানের চেয়ে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সেই সুখরঞ্জন বালির অভিযোগ দাখিল
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প অনুমোদন ইসরাইলের
১০