সাবেক এমপি বেনজীর আহমদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০৯
ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ। ফাইল ছবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাগুলো দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক মো. জুলফিকার আলী দায়ের করেন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের তদন্তে জানা যায়, বেনজীর আহমদের নামে মোট ১৮ কোটি ১৮ লাখ ১০ হাজার ২০০ টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ উৎস থেকে অর্জিত আয় মাত্র ১৮ লাখ ৬৭ হাজার ৭০ টাকা। ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা।

এছাড়া বেনজীর আহমদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ১১টি ব্যাংক হিসাবে মোট ৪২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৮৯ টাকা জমা এবং ৪১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ২৬৬ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের প্রকৃত উৎস গোপন করার প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় বেনজীর আহমদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সাহিনা আহমদের বিরুদ্ধেও আলাদা একটি মামলা করেছে দুদক। অনুসন্ধানে দেখা গেছে, তার নামে ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদ রয়েছে। যার মধ্যে বৈধ উৎস থেকে অর্জিত আয় মাত্র ২৫ লাখ ৭৪ হাজার ১৬৭ টাকা। ফলে তার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের পরিমাণ ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকা।

দুদকের মতে, সাহিনা আহমদ স্বামী বেনজীর আহমদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে সম্পদ অর্জন করে তা ভোগ-দখলে রেখেছেন।

এই ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় সাহিনা আহমদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০