হত্যা মামলায় গ্রেফতার আমু, আনিসুলও তুরিনসহ ৭ জন

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:৪৯
আমির হোসেন আমু ও ব্যারিস্টার তুরিন আফরোজ। ফাইল ছবি

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজসহ সাত জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের উপ-কমিটি’র শিল্প ও বাণিজ্য সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোন আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শাহবাগ থানায় দায়ের করা ইসমাইল হোসেন রাব্বি (১৭) হত্যা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেফতার দেখানো হয়। শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় আমু ও শাজাহান খানকে গ্রেফতার দেখানো হয়ে। 

মিরপুর মডেল থানায় দায়ের করা আনোয়ার পাটোয়ারী হত্যা মামলায় তুরিন আফরোজকে, আব্দুল্লাহ কবির হত্যা মামলায় কামাল মজুমদার ও শেরেবাংলা নগর থানায় দায়ের করা আনিছুর রহমান আশিক হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০