ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১ (ঢাকা শহর, বিভাগ, সংস্থা, বাহিনী ও বিশ্ববিদ্যালয় ) এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৪ জন খেলোয়াড় সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভঅবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শীর্ষে থাকা খেলোয়াড়রা হলেন : নারায়ণগঞ্জের ফিরোজ আহমেদ, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহাতবউদ্দিন আহমেদ ও ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান ও গোপালগঞ্জের আফজাল হোসেন সাচ্চু ।
পাঁচ পয়েন্ট করে নিয়ে ১০ জন খেলোয়াড় ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক, তাশরিক সায়ান শান, রায়ান রশিদ মুগ্ধ, মোঃ নাসির উদ্দিন, নীলয় দেবনাথ, মোহাম্মদ শাকিল, ঐতিহ্য বড়ুয়া, মোঃ মঞ্জুর আলম, ঢাকা জেলার মুকিতুল ইসলাম রিপন ও টাঙ্গাইলের মোঃ জাকির হোসেন মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আজ মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিরোজ আহমেদ ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধানের সাথে, ক্যান্ডিডেট মাস্টার মাহাতবউদ্দিন আহমেদ মোহাম্মদ শাকিলের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী সিয়াম চৌধুরীর সাথে ড্র করেন। আফজাল হোসেন সাচ্চু ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীনকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক মোহাম্মদ মাসুদুজ্জামান চৌধুরীকে, তাশরিক সায়হান শান আফনান জারিফ হককে, রায়ান রশিদ মুগ্ধ মোঃ আনিসুজ্জামান মল্লিককে, মোঃ নাসির উদ্দিন খন্দকার নজরে মাওলাকে, মোঃ জাকির হোসেন আব্দুল মোমিনকে, নীলয় দেবনাথ জাহাঙ্গীর আলমকে, ঐতিহ্য বড়ুয়া গোলাম সারোয়ারকে, মোঃ মঞ্জুর আলম মিরাজ উদ্দিন আহমেদকে ও মুকিতুল ইসলাম রিপন শামসুল কবীর চৌধুরীকে পরাজিত করেন।
মোঃ মোতাকাব্বির মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সাথে ড্র করেন।
আগামীকাল বিকাল ৪.০০ টা থেকে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
এদিকে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা, কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে ময়মনসিংহের গোলাম মোস্তফা ভূঁইয়া ও সিলেটের সনাতন জাহিদ পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা আজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় গোলাম মোস্তফা ভূঁইয়া শাহ মোঃ সাইফুল আরীকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন আব্দুল জলিলকে, আসাদুজ্জামান আহাদ ক্যান্ডিডেট মাস্টার টুটুল ধরকে, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার সৈয়দ শাহজাহান মেহেদীকে, সনাতন জাহিদ মোঃ মহসিন আলীকে, রাধা কিশোর সিনহা প্রদ্যুমনা সিনহা বিজয়কে পরাজিত করেন।
শতদ্রু শোভন দে মোঃ দিলদার হুসেনের বিরুদ্ধে ওয়াক-ওভার লাভ করেন।
তৃতীয় রাউন্ডের খেলায় গোলাম মোস্তফা ভূঁইয়া আসাদুজ্জামান আহাদকে, সনাতন জাহিদ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে পরাজিত করেন। শতদ্রু শোভন দে ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারের সাথে ড্র করেন।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্ট হতে শীর্ষস্থান প্রাপ্ত ৩ জন খেলোয়াড় জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।