ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় তিনজন রিমান্ডে

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডকৃতরা হলেন- আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানি। রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনজনই চিহ্নিত আসামি।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ হিতন হন। এ ঘটনার পরের দিন রোববার (২০ এপ্রিল) পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আটজনকে  আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
সাবেক প্রতিমন্ত্রী এনামুরের হাসপাতালের শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ২৭ হাজার ৮১৯ জন
সুন্দরবনের ইসিএ এলাকার মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করেছে ডিএনসিসি
১০