এনএসআইয়ের সাবেক ডিজির ব্যাংক হিসাব জব্দের আবেদন দুদকের

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৪৬
এনএসআইয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের। ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের ব্যাংক হিসাবসমূহ জব্দ করার জন্য আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের টিম লিডার মো. মনজুর আলম সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. রুহুল ইসলাম খান আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

আবেদনে বলা হয়েছে, টিএম জোবায়েরের বিরুদ্ধে বিভিন্ন পদে চাকরি প্রদানে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

এছাড়া, তিনি ও তার স্ত্রী লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড মূল্যের বাড়ি কেনাসহ দেশে-বিদেশে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, তারা অবৈধভাবে অর্জিত সম্পদ স্থানান্তরের চেষ্টা করতে পারেন। সে কারণে টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের নামে ট্রাস্ট ব্যাংকের ছয়টি পৃথক হিসাব জব্দ করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

ছয়টি ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ২৬ লাখ ৫ হাজার ৮০১ টাকা।

দুদকের আবেদনের ভিত্তিতে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পরিচালক বরাবর আদেশ প্রেরণের জন্যও আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই আবেদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
সাবেক প্রতিমন্ত্রী এনামুরের হাসপাতালের শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ২৭ হাজার ৮১৯ জন
সুন্দরবনের ইসিএ এলাকার মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করেছে ডিএনসিসি
১০