এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করেছে ডিএনসিসি

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪৪
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করেছে ডিএনসিসি। ছবি: ডিএনসিসি

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। রোদ থেকে রক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে ছাউনির। ডিএনসিসি’র ১০টি অঞ্চলে প্রতিটিতে দুইটি করে মোট ২০টি কেন্দ্রে এই ব্যবস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক অভিভাবক কেন্দ্রেই অপেক্ষা করেন। যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করেছি। রোদে যেন তাদের কষ্ট না হয় সেজন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। অনেক কেন্দ্রে অভিভাবকদের জন্য এই সুবিধাগুলো থাকে না, তাই ডিএনসিসি থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ডিসেম্বরে: ইউজিসি
পারভেজ হত্যার বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানব বন্ধন
১০