‘নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প’ চালু করেছে ডিএমপি-ডিএনসিসি

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:৩৯

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা মহানগরীর ট্রাফিক নিরাপত্তা আরও উন্নত করার পদক্ষেপের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) যৌথভাবে ‘নিরাপদ পথচারী পারাপার পাইলট প্রকল্প’ চালু করেছে।

ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বাসসকে বলেন, ‘এ প্রকল্পটি ঢাকা মহানগরীতে ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা বৃদ্ধি করবে। এ প্রকল্পের প্রধান অংশীদার হিসেবে আমরা ঢাকার দুটি সিটি কর্পোরেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

পথচারীদের মতামত এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পাইলট প্রকল্পটি মূল্যায়ন করা হবে। তিনি বলেন, এই পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত সুফল বিবেচনা করে ডিএমপি এবং সিটি কর্পোরেশন ভবিষ্যতে ঢাকার ট্রাফিক নিরাপত্তা উদ্যোগগুলোকে আরও উন্নত করতে কাজে লাগাবে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর কারিগরি সহযোগিতায় গতকাল রোববার এ  প্রকল্পটি চালু করা হয়েছে।

পাইলট প্রোগ্রামটি আগামী ৮ মে পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংগুলোতে বাস্তবায়ন করা হবে।

পাইলট প্রকল্পটি সফল করতে ডিএনসিসি রাস্তাটি সঠিকভাবে চিহ্নিত করে ক্রসিংটি প্রশস্ত করেছে যাতে ব্যস্ত সময়ে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ডিআরএসপির অধীনে এ পাইলট প্রকল্প চলাকালীন পথচারীদের নিরাপদ পারাপারের জন্য পুশ বোতামসহ এক সেট পোর্টেবল ট্রাফিক লাইট স্থাপন করা হবে।

পথচারীদের সার্বিক সহায়তা প্রদান এবং ট্রাফিক লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ট্রাফিক আইন প্রয়োগের জন্য সেখানে ডিএমপি ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।  

পথচারীদের অনিরাপদ ক্রসিং, অপর্যাপ্ত পথচারী ক্রসিং স্থান, অবৈধ পার্কিং এবং জেব্রা ক্রসিংয়ে অননুমোদিত বাস থামানোসহ আশেপাশের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করে এই স্থানটি নির্বাচন করা হয়েছে।

ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, নিরাপদ রাস্তা পারাপারের জন্য তারা চালক এবং পথচারীদের জন্য একটি নির্দেশিকা প্রস্তুত করেছেন।

তিনি বলেন,‘ আমরা সড়ক ব্যবহারকারী, পথচারী এবং যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নির্ধারিত ক্রসিং সুবিধা ব্যবহারের  অনুরোধ করছি।’

এ পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নে সকল মানুষ এবং রাস্তা ব্যবহারকারীদের পূর্ণ সহযোগিতা চেয়েছে ডিএমপি। 

যানবাহন চালকদের জন্য নির্দেশনা

ট্রাফিক সিগন্যাল এবং লাইট মেনে চলতে হবে। ট্রাফিক লাইট হলুদ এবং লাল হলে যানবাহনগুলো স্টপ লাইনের আগে থামাতে হবে। জেব্রা ক্রসিংয়ে কোনোভাবেই যানবাহন থামানো যাবে না।

পথচারীদের জন্য নির্দেশনা

রাস্তা পারাপার হওয়ার আগে, ফুটপাতে থাকতে হবে। ট্রাফিক লাইট সবুজ হলে পথচারী জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। রাস্তা পার হতে পথচারীকে ফুটপাতে ট্রাফিক লাইটের খুঁটিতে পথচারী পুশ সুইচ টিপতে হবে এবং পথচারী সিগন্যাল লাইট সবুজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০