সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২২:৩৭
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি: বাসস

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করেছে আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আরও বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ন্যায়বিচার নিশ্চিত না করে যারা অবিচার করেছেন ফ্যাসিস্টের দোসর বিচারপতিগণ স্বেচ্ছায় সরে যাবেন বলে আশা করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, তারা এখনও যাননি। তাদের জন্য আজ আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, এখনও সময় আছে, আইনজীবীরা জাগলে কী হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও খায়রুল হক যে পথে হেঁটেছেন সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০