সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

বাসস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২২:৩৭
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি: বাসস

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করেছে আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আরও বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ন্যায়বিচার নিশ্চিত না করে যারা অবিচার করেছেন ফ্যাসিস্টের দোসর বিচারপতিগণ স্বেচ্ছায় সরে যাবেন বলে আশা করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, তারা এখনও যাননি। তাদের জন্য আজ আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, এখনও সময় আছে, আইনজীবীরা জাগলে কী হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও খায়রুল হক যে পথে হেঁটেছেন সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০