দুবাইয়ে কোটি টাকা লটারি জিতলেন দুই বাংলাদেশি

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৫:৫০ আপডেট: : ২২ এপ্রিল ২০২৫, ১৭:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : দুবাইয়ে ‘বিগ টিকিট’-এর সবশেষ সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ লাখ ৫৮ হাজার টাকার বেশি। অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা।

গালফ নিউজের উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

গালফ নিউজের এক প্রতিবেদনে  বলা হয়েছে, ওই দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে।
১৯৯২ সাল থেকে দুবাই যান মনসুর। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি।

এদিকে লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন।

আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন।

ড্র-তে জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।

দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০