দুবাইয়ে কোটি টাকা লটারি জিতলেন দুই বাংলাদেশি

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৫:৫০ আপডেট: : ২২ এপ্রিল ২০২৫, ১৭:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : দুবাইয়ে ‘বিগ টিকিট’-এর সবশেষ সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ লাখ ৫৮ হাজার টাকার বেশি। অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা।

গালফ নিউজের উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

গালফ নিউজের এক প্রতিবেদনে  বলা হয়েছে, ওই দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে।
১৯৯২ সাল থেকে দুবাই যান মনসুর। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি।

এদিকে লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন।

আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন।

ড্র-তে জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।

দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
স্ত্রী-কন্যাসহ রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুদকের মামলা
দাঁতের মজ্জা থেকে উদ্ভাবিত স্টেম সেলে মানবদেহের ক্ষতিগ্রস্ত টিস্যু প্রতিস্থাপনের সম্ভাবনা
১০