গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ২২:২৬ আপডেট: : ০৫ মে ২০২৫, ০০:০৩
গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলা। ছবি: বাসস

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যায় গাজীপুর দিয়ে গাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন।

গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, হাসনাত যখন গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছিলেন, তখন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। 

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বাসসকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একদল লোক আমার গাড়িতে হামলা চালায়। আমার বাম হাতে গাড়ির ভাঙা কাচ লেগেছে।’ 

এনসিপির মুখ্য সমন্বয়কারী (উত্তর অঞ্চল) সারজিস আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ করা হয়।

এনসিপির প্রধান সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বাসসকে বলেন, ঘটনার পর আবদুল্লাহর গাড়ি ঢাকার দিকে রওনা হয়। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) কাছে বোর্ড বাজার এলাকায় পৌঁছানোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে।

হাসনাত আবদুল্লাহ সেখানে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে, হামলার পর, সারজিস আলম ফেসবুকে ঘটনাটি সম্পর্কে পোস্ট করে বলেন, গাজীপুরে ১০-১২ জনের একটি দল হাসনাতের গাড়িতে অতর্কিত হামলা চালায়। গাড়ির জানালা ভেঙে ফেলা হয় এবং তার হাত রক্তাক্ত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, হামলার জন্য দায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০