গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ২২:২৬ আপডেট: : ০৫ মে ২০২৫, ০০:০৩
গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলা। ছবি: বাসস

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যায় গাজীপুর দিয়ে গাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন।

গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, হাসনাত যখন গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছিলেন, তখন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। 

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বাসসকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একদল লোক আমার গাড়িতে হামলা চালায়। আমার বাম হাতে গাড়ির ভাঙা কাচ লেগেছে।’ 

এনসিপির মুখ্য সমন্বয়কারী (উত্তর অঞ্চল) সারজিস আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ করা হয়।

এনসিপির প্রধান সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বাসসকে বলেন, ঘটনার পর আবদুল্লাহর গাড়ি ঢাকার দিকে রওনা হয়। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) কাছে বোর্ড বাজার এলাকায় পৌঁছানোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে।

হাসনাত আবদুল্লাহ সেখানে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে, হামলার পর, সারজিস আলম ফেসবুকে ঘটনাটি সম্পর্কে পোস্ট করে বলেন, গাজীপুরে ১০-১২ জনের একটি দল হাসনাতের গাড়িতে অতর্কিত হামলা চালায়। গাড়ির জানালা ভেঙে ফেলা হয় এবং তার হাত রক্তাক্ত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, হামলার জন্য দায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
১০