গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ২২:২৬ আপডেট: : ০৫ মে ২০২৫, ০০:০৩
গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলা। ছবি: বাসস

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যায় গাজীপুর দিয়ে গাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন।

গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, হাসনাত যখন গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছিলেন, তখন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। 

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বাসসকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একদল লোক আমার গাড়িতে হামলা চালায়। আমার বাম হাতে গাড়ির ভাঙা কাচ লেগেছে।’ 

এনসিপির মুখ্য সমন্বয়কারী (উত্তর অঞ্চল) সারজিস আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ করা হয়।

এনসিপির প্রধান সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বাসসকে বলেন, ঘটনার পর আবদুল্লাহর গাড়ি ঢাকার দিকে রওনা হয়। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) কাছে বোর্ড বাজার এলাকায় পৌঁছানোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে।

হাসনাত আবদুল্লাহ সেখানে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে, হামলার পর, সারজিস আলম ফেসবুকে ঘটনাটি সম্পর্কে পোস্ট করে বলেন, গাজীপুরে ১০-১২ জনের একটি দল হাসনাতের গাড়িতে অতর্কিত হামলা চালায়। গাড়ির জানালা ভেঙে ফেলা হয় এবং তার হাত রক্তাক্ত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, হামলার জন্য দায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
চাকসু নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে
১০