ঢাবি’র সুইমিংপুলের কার্যক্রম পুনরায় শুরু

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৩:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার সন্ধ্যায় দীর্ঘ এক বছর পর পরীক্ষামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের কার্যক্রম পুনরায় শুরু করেন। ছবি : ঢাবি

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : দীর্ঘ এক বছর পর পরীক্ষামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

প্রাথমিকভাবে সীমিত আকারে সুইমিংপুলের কার্যক্রম পরিচালনা করা হবে। সুইমিংপুলের প্রয়োজনীয় আরও সংস্কার, লাইফ গার্ড নিয়োগ ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার পর শিক্ষার্থীদের সুইমিং এবং সুইমিংপুলের প্রশিক্ষণ কার্যক্রম পুরোদমে শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে : মির্জা ফখরুল
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আজ, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির আশা
সমন্বিত খামার করে দিন বদলের স্বপ্ন দেখছেন কলেজ ছাত্র রাকিবুল
১ জুন থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান নাগরিক ইরান ছেড়েছেন : আইওএম
জার্মানি ও লিথুয়ানিয়ার সাথে পুনরায় সীমান্ত নিয়ন্ত্রণ চালু পোল্যান্ডের
রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু
শেখ হাসিনার মামলায় অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ ১০ জুলাই
বাবা বেঁচে থাকলে জুলাই আন্দোলনে আমার পাশে দাঁড়াতেন : সানিয়া আমিন স্নিগ্ধা
সাবেক সিইসি শামসুল হুদার জানাযা বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে
ভিয়েতনামের অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি
১০