জাহাজবাড়ি হত্যাকাণ্ড : সাবেক আইজিপিসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৫:৫০

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজি একেএম শহীদুল হকসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শহীদুল হকের পাশাপাশি অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন - ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন।

আগামী ২৫, ২৭ ও ২৯ মে আলাদাভাবে একেকজনকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আজ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আদেশের বিষয়ে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘তদন্তে এমন কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যার জন্য তাদেরকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সেই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিলো। তবে আমরা দুইমাস সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করেছেন।’

গত ৯ এপ্রিল পুলিশের এই তিন কর্মকর্তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে অনুযায়ী  ২০, ২১ ও ২২ এপ্রিল জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

গত ২৪ মার্চ এই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। উর্ধ্বতন এই তিন পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকাণ্ড সংঘটিত হযেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিন তিনি বলেন, জঙ্গি তকমা দিয়ে জাহাজবাড়িতে নয় তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করা হয়। ইসলামি ভাবধারা সম্পন্ন মানুষদের ভেতর ভয়ের সংস্কৃতি চালু করতেই জঙ্গি আখ্যা দিয়ে এভাবে হত্যা করা হয়। যাতে শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা: কাদের গনি চৌধুরী
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে
শ্রম পরিদর্শন ও বিভাগের কার্যাবলী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে : শ্রম সচিব
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার
ইসরাইলের ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের
১০