জাহাজবাড়ি হত্যাকাণ্ড : সাবেক আইজিপিসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৫:৫০

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজি একেএম শহীদুল হকসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শহীদুল হকের পাশাপাশি অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন - ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন।

আগামী ২৫, ২৭ ও ২৯ মে আলাদাভাবে একেকজনকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আজ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আদেশের বিষয়ে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘তদন্তে এমন কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যার জন্য তাদেরকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সেই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিলো। তবে আমরা দুইমাস সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করেছেন।’

গত ৯ এপ্রিল পুলিশের এই তিন কর্মকর্তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে অনুযায়ী  ২০, ২১ ও ২২ এপ্রিল জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

গত ২৪ মার্চ এই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। উর্ধ্বতন এই তিন পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকাণ্ড সংঘটিত হযেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিন তিনি বলেন, জঙ্গি তকমা দিয়ে জাহাজবাড়িতে নয় তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করা হয়। ইসলামি ভাবধারা সম্পন্ন মানুষদের ভেতর ভয়ের সংস্কৃতি চালু করতেই জঙ্গি আখ্যা দিয়ে এভাবে হত্যা করা হয়। যাতে শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০