জাহাজবাড়ি হত্যাকাণ্ড : সাবেক আইজিপিসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৫:৫০

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজি একেএম শহীদুল হকসহ তিনজনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শহীদুল হকের পাশাপাশি অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন - ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন।

আগামী ২৫, ২৭ ও ২৯ মে আলাদাভাবে একেকজনকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে আজ আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আদেশের বিষয়ে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘তদন্তে এমন কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, যার জন্য তাদেরকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সেই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিলো। তবে আমরা দুইমাস সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করেছেন।’

গত ৯ এপ্রিল পুলিশের এই তিন কর্মকর্তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে অনুযায়ী  ২০, ২১ ও ২২ এপ্রিল জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।

গত ২৪ মার্চ এই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। উর্ধ্বতন এই তিন পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকাণ্ড সংঘটিত হযেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিন তিনি বলেন, জঙ্গি তকমা দিয়ে জাহাজবাড়িতে নয় তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে হত্যা করা হয়। ইসলামি ভাবধারা সম্পন্ন মানুষদের ভেতর ভয়ের সংস্কৃতি চালু করতেই জঙ্গি আখ্যা দিয়ে এভাবে হত্যা করা হয়। যাতে শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০