হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি কাজিম উদ্দিন

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৯:১৫ আপডেট: : ১৫ মে ২০২৫, ১৯:১৭
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। ফাইল ছবি

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে ইসমাইল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আহত হন ইসমাইল। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় এজহারনামীয় ১৪ নম্বর আসামি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
১০