ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে নিরলস কাজ করছে বিআরটিসি ও বিআইডব্লিউটিএ

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:১৬
ছবি : বাসস

বরিশাল, ২০ মে, ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও সাধারণ যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে বিআরটিসি ও বিআইডাব্লিউটিএ।

বরিশাল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ’র উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র প্রায় প্রতিটি লঞ্চ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো প্রান্তিক মানুষের যাতায়াতের স্বার্থে দিনে ও রাতে সার্বক্ষণিক চলাচল করবে। পাশাপাশি নিরাপদে বাড়ি পৌঁছে দিতে জনবল ও স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে। আগামী ২২ মে থেকে অনলাইন ও বুকিং কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

বরিশাল বিআরটিসি’র ম্যানেজার (অপারেশন) মো. জামিল হোসেন জানান, ঈদ যাত্রা সহজতর ও আরামদায়ক করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ২৪ মে থেকে বিআরটিসি সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু করবে এবং ১৪ জুন পর্যন্ত এই ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে।

তিনি বলেন, বর্তমানে বরিশাল বাস ডিপো থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ৩৩টি বিআরটিসি বাস চলাচল করছে। ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর কারণে এর সংখ্যা আরো বাড়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
মৌলভীবাজারে চা শ্রমিক দিবস পালিত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন 
 শেরপুরে টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা
ঈদুল আযহায় টানা ৩ দিন কাজ করবেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা
আইন নিজের হাতে তুলে না নিতে ডিএমপি’র আহ্বান
ব্রিটিশ কাউন্সিল ‘কানেকশনস থ্রু কালচার গ্রান্টস ২০২৫’ অনুদানের আবেদন গ্রহণ শুরু 
প্রেমিকার শিরশ্ছেদকারী প্রেমিকের মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানের সর্বোচ্চ আদালতে
জলবায়ু উদ্বাস্তুদের সংখ্যা বৃদ্ধি নগর ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে : কেসিসি প্রশাসক
শিবলির সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের
১০