ঢাকা, ২১ মে, ২০২৫(বাসস) : মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের নথি) হাইকোর্টে এসেছে।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স আকারে বুধবার হাইকোর্টে আসে। নথিটি এখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় যাবে বলে জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
গত ১৭ মে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী শিশুটির বোনের শ্বশুড় হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। সে রায়ে এই মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয়া হয়।
গত মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেয়া হয়। অবস্থার অনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।