ঈদযাত্রায় ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়ক যানজট মুক্ত রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২১:০৫
ছবি: বাসস

বগুড়া, ২৫ মে, ২০২৫ (বাসস): হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্স ডিআইজি (অপারেশনস পশ্চিম) আবুল কালাম আজাদ বলেছেন, ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়ক যানজটমুক্ত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর। এজন্য হাইওয়ে পুলিশ রাত দিন কাজ করে যাচ্ছে। 

বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে আজ রোববার ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বগুড়া রিজিওনের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিআইজি আরও বলেন, যাত্রী ভোগান্তি রোধ করে ঈদুল আযহা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ যেমন নিরলসভাবে পরিশ্রম করবে, তেমনি বাসের চালক, হেলপার, সিএনজি চালক, ব্যাটারিচালিত অটোরিকশা চালক, হোটেলসমূহের মালিকদেরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই নূর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম, বগুড়া জেলা মোটর মালিক সমিতি শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সীমাবড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাফ হোসেন তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম, অটোরিক্সা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সহ-সভাপতি জাফর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০