দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি সচেতনতা জরুরি : দুদক কমিশনার

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:২৪

কুষ্টিয়া, ২৬ মে, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের ব্যক্তি সচেতনতা জরুরি। আমরা দায় ও দায়িত্ব থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি। ঘুষ দেয়া এবং নেয়া দু’টিই অপরাধ, এসব বিষয়ে সচেতন হতে হবে।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের ১৭৮তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ এ গণশুনানীর আয়োজন করা হয়।

গণশুনানিতে বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেন, আমাদের দুর্বলতা দুর্নীতি। দুর্নীতি শোষণের বড় হাতিয়ার। তিনি নিজের কাজ নিজে সঠিকভাবে করার এবং ঘুষ না দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। 

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ কুষ্টিয়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেছেন। মোট ৬৪টি অভিযোগের শুনানি হয়। এগুলোর মধ্যে ৪টি অভিযোগ অনুসন্ধানে দেয়া হয় এবং ২টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের সিদ্ধান্ত হয়। অন্য অভিযোগগুলো প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হবে। 

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ)  মো. আক্তার হোসেন,  পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০