ঢাকার নওয়াব এস্টেটের রত্নাদি পরিদর্শন কমিটি গঠন

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৩৮ আপডেট: : ২৭ মে ২০২৫, ১৭:৪২

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : ঢাকার নওয়াব এস্টেটের রত্নাদি পরিদর্শন কমিটি গঠন করেছে সরকার। ১১ সদস্যের কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে।

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ১১৭ বছর পূর্বে রক্ষিত দরিয়া-এ-নূর হীরকখণ্ডসহ বিভিন্ন প্রকার অলংকারদির বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য সরকার এই কমিটি গঠন করেছে।

কমিটি লকার খুলে প্রাপ্ত রত্নাদির বিবরণ প্রস্তুতকরত: প্রতিবেদন দাখিল করবে। অতঃপর আইনগত মতামত গ্রহণপূর্বক বিভিন্ন রত্নাদির রক্ষণাবেক্ষণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন: প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং একজন রত্ন বিশেষজ্ঞ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯০৮ খ্রিষ্টাব্দের ৬ আগস্ট পূর্ববঙ্গ ও আসাম সরকারের পক্ষে কমিশনার, ঢাকা বিভাগ এবং নবাব সলিমুল্লাহ বাহাদুর সি.এস.আই এর মধ্যে সম্পাদিত বন্ধকি চুক্তি বা ইনডেনচার অনুসারে অস্থাবর সম্পত্তি হিসেবে ‘দরিয়া-এ-নূর’ হীরকখন্ডসহ বিভিন্ন প্রকার অলংকারাদি সরকারের হেফাজতে নেয়া হয় মর্মে তথ্য রয়েছে।

জানা যায়, আর্থিক সংকটের কারণে নবাব পরিবার রেহেন দলিলমূলে তৎকালীন সরকারের কাছ থেকে ১৪,০০,০০০ (চৌদ্দ লাখ) রূপী শতকরা ৩ ভাগ সুদে ৩০ বছরের মধ্যে পরিশোধের শর্তে ঋণ হিসেবে গ্রহণ করে। ওই ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেনি বিধায় এটি এখন কোর্ট অব ওয়ার্ডসের সম্পত্তি-যা বর্তমানে ভূমি সংস্কার বোর্ডের তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের ভল্টে সংরক্ষিত রয়েছে মর্মে নথিতে দৃশ্যমান হয়। তবে সুদীর্ঘকাল একাধিক কমিটি গঠিত হলেও কেউ এগুলো খুলে দেখেছেন এমন তথ্য পাওয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০