বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৮:২৮
বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া। ছবি: ডিএমপি

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের আসন্ন ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জাতীয় ফুটবল স্টেডিয়াম মাঠ, গুলিস্তানে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং কে-নাইন টিম অংশগ্রহণ করে।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল ও সক্ষমতা প্রদর্শন এবং সঠিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করা।

ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশে এই মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

খেলায় আগত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মহড়ায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের আদেশ
নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না : ডিএমপি কমিশনার
শাপলা কলি যুক্ত করে ইসির প্রতীক তালিকা হালনাগাদ, গেজেট প্রকাশ
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও অর্থ বিতরণ
পে-কমিশনের সঙ্গে ইউজিসি মতবিনিময়, সর্বোচ্চ বেতন দেড় লাখ করার প্রস্তাব
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও ছাড়
ঝিনাইদহে কৃষকদের ব্যতিক্রমী সংবর্ধনা
বোয়ালখালীতে চার দোকানিকে জরিমানা
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
জমকালো আয়োজনে শুরু হলো ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ
১০