চট্টগ্রামে ৩ জনের শরীরে করোনা শনাক্ত

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২০:৩৯
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ১০ জুন, ২০২৫ (বাসস): ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। গত দুইদিনে চট্টগ্রামে মোট তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তবে তারা করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা।

মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রামে নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৪৪ জনের পরীক্ষা শেষে ৩০ বছর বয়সী এক মহিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে সোমবার (৯ জুন) চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ২৩ জনের করোনা পরীক্ষা করে দুইজনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৭৫ বছর ও অন্যজনের ৫৫ বছর। আক্রান্ত তিনজনই শহরের বাসিন্দা।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আক্রান্ত তিন জনের মধ্যে গতকাল দুইজনের করোনা শনাক্ত হয় এবং আজ এক মহিলার করোনা শনাক্ত হয়েছে। তিনজনই মোটামুটি ভালো আছেন। তারা আমাদের তত্ত্বাবধানে রয়েছে। এরমধ্যে গতকালের দুইজন বাড়ি ফিরে গেছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। কিটের ঘাটতি থাকলেও আশা করছি শনিবারের মধ্যে পেয়ে যাবো। এছাড়াও আমাদের ৮০ হাজারের মতো করোনা টিকা রয়েছে।’

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে- বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটিও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ লাখ ২০ হাজার টন গম ও ৫০ হাজার টন বাসমতি চাল কিনবে সরকার
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ডিএমপিতে ১,৭৮২টি মামলা
আবরারের শাহাদাত তরুণ প্রজন্মকে জাগ্রত করেছে: মাহমুদুর রহমান
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান
মেহেরপুরে ভৈরব নদ থেকে উদ্ধারকৃত চায়না দুয়ারী জাল ধ্বংস
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম
নীতিগত পরিবর্তনের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রবৃদ্ধি ধীর হচ্ছে: আইইএ
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ইলিনয়ের মামলা
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই
ইসরাইলে আটক ফরাসি ডেপুটিরা অনশন ধর্মঘট করেছেন
১০