কোরবানির পশুর চামড়া ফেলে হালদা নদী দূষণের অভিযোগে মামলা

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:১৩
হালদা নদী। ছবি: বাসস

চট্টগ্রাম, ১১ জুন, ২০২৫ (বাসস): এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী দূষণের অভিযোগে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে  এ মামলা দায়ের করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেরপারী খালের তেরপারী ব্রিজ সংলগ্ন খালে ঈদুল আজহার পরের দিন কোরবানির পশুর ৫০০ চামড়া ও বর্জ্য ফেলার ঘটনা ঘটে। তেরপারী খালটি হালদা নদীর শাখা খাল হিসেবে পরিচিত।  খবর পেয়ে মঙ্গলবার তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের টিম। পরিদর্শন শেষে পরিবেশ দূষণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে তেরপারী খালে ফেলা চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, ৮ জুন চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকে করে কোরবানির পশুর অবিক্রীত চামড়া এনে তেরপারী খালে ফেলেন। 

তিনি জানান, তেরপারী খালের সাথে মিশে আছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এ নদী থেকে সরাসরি মাছের ডিম সংগ্রহ করা হয়। চামড়া ফেলায় এ নদী দূষণের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ঈদের পরের দিন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুমানিক ৬০০-৭০০ পিস চামড়া খাল থেকে তুলে গর্তে পুঁতে রাখেন। তবে কারা এ কাজ করেছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বলা যাবে। 

ফটিকছড়ির ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণে রয়েছে এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুরু থেকেই ঘটনাটির প্রতি দৃষ্টি রেখেছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতে আত্মসমর্পণের পর যুবদল নেতা ইসহাক সরকারকে কারাগারে প্রেরণ 
শিশু-কিশোরদের মেধা অন্বেষণের প্ল্যাটফর্ম 'নতুন কুঁড়ি' : তথ্য সচিব
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : শোকবার্তায় মির্জা ফখরুল
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
১০