কোরবানির পশুর চামড়া ফেলে হালদা নদী দূষণের অভিযোগে মামলা

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:১৩
হালদা নদী। ছবি: বাসস

চট্টগ্রাম, ১১ জুন, ২০২৫ (বাসস): এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী দূষণের অভিযোগে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে  এ মামলা দায়ের করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেরপারী খালের তেরপারী ব্রিজ সংলগ্ন খালে ঈদুল আজহার পরের দিন কোরবানির পশুর ৫০০ চামড়া ও বর্জ্য ফেলার ঘটনা ঘটে। তেরপারী খালটি হালদা নদীর শাখা খাল হিসেবে পরিচিত।  খবর পেয়ে মঙ্গলবার তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের টিম। পরিদর্শন শেষে পরিবেশ দূষণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে তেরপারী খালে ফেলা চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, ৮ জুন চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকে করে কোরবানির পশুর অবিক্রীত চামড়া এনে তেরপারী খালে ফেলেন। 

তিনি জানান, তেরপারী খালের সাথে মিশে আছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এ নদী থেকে সরাসরি মাছের ডিম সংগ্রহ করা হয়। চামড়া ফেলায় এ নদী দূষণের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ঈদের পরের দিন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুমানিক ৬০০-৭০০ পিস চামড়া খাল থেকে তুলে গর্তে পুঁতে রাখেন। তবে কারা এ কাজ করেছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বলা যাবে। 

ফটিকছড়ির ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণে রয়েছে এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুরু থেকেই ঘটনাটির প্রতি দৃষ্টি রেখেছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ডিএমপিতে ১,৭৮২টি মামলা
আবরারের শাহাদাত তরুণ প্রজন্মকে জাগ্রত করেছে: মাহমুদুর রহমান
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান
মেহেরপুরে ভৈরব নদ থেকে উদ্ধারকৃত চায়না দুয়ারী জাল ধ্বংস
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম
নীতিগত পরিবর্তনের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রবৃদ্ধি ধীর হচ্ছে: আইইএ
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ইলিনয়ের মামলা
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই
ইসরাইলে আটক ফরাসি ডেপুটিরা অনশন ধর্মঘট করেছেন
সাবেক এমপি বুবলী দুইদিনের রিমান্ডে
১০