ঈদের ছুটিতে বাসায় চুরির মামলায় দুই আসামি কারাগারে

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৮:৩৬
ফাইল ছবি

ঢাকা, ১২ জুন  ২০২৫ (বাসস): ঈদের ছুটিতে রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার মো. আপন হোসেন (২১) ও মো. ইয়াছিন হোসেন শিপনকে  (২৬) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুই দিনের রিমান্ড শেষে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৯ জুন তাদের গ্রেফতার করে পুলিশ। পরের দিন ১০ জুন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী। গেন্ডারিয়া থানাধীন ৫৩/১/চ দ্বীননাথ সেন রোডে বাদীর একটি নিজস্ব ৫ম তলা বিল্ডিং আছে। বাদী উক্ত বিল্ডিংয়ের ৩য় তলার বসবাস করেন। ঈদ উদ্‌যাপন করতে গত ৬ জুন বাদী তার বাসায় ৩য় তলার প্রধান ফটকে তালা লাগিয়ে সপরিবারে গ্রামের বাড়ি শরীয়তপুরে যায়। ঈদ উদ্‌যাপন শেষে গত ৯ জুন ঢাকায় ফিরে দেখেন, বাসার মেইন দরজার হেজবল ভাঙা। বাদী সঙ্গে সঙ্গে দরজা খুলে বাসায় প্রবেশ করে দেখেন,  ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি খোলা। আলমারি থেকে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে।

বাদী বিষয়টি বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করে  বাসার পাশে সাপওয়ান স্টোরে স্থাপিত সিসি ক্যামেরা যাচাই করে দেখেন যে, রিমান্ড চাওয়া আসামিরা ৮ জুন দিবাগত  রাতে টিভিসহ বের হয়ে যাচ্ছে। এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০