ঈদের ছুটিতে বাসায় চুরির মামলায় দুই আসামি কারাগারে

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৮:৩৬
ফাইল ছবি

ঢাকা, ১২ জুন  ২০২৫ (বাসস): ঈদের ছুটিতে রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার মো. আপন হোসেন (২১) ও মো. ইয়াছিন হোসেন শিপনকে  (২৬) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুই দিনের রিমান্ড শেষে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৯ জুন তাদের গ্রেফতার করে পুলিশ। পরের দিন ১০ জুন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী। গেন্ডারিয়া থানাধীন ৫৩/১/চ দ্বীননাথ সেন রোডে বাদীর একটি নিজস্ব ৫ম তলা বিল্ডিং আছে। বাদী উক্ত বিল্ডিংয়ের ৩য় তলার বসবাস করেন। ঈদ উদ্‌যাপন করতে গত ৬ জুন বাদী তার বাসায় ৩য় তলার প্রধান ফটকে তালা লাগিয়ে সপরিবারে গ্রামের বাড়ি শরীয়তপুরে যায়। ঈদ উদ্‌যাপন শেষে গত ৯ জুন ঢাকায় ফিরে দেখেন, বাসার মেইন দরজার হেজবল ভাঙা। বাদী সঙ্গে সঙ্গে দরজা খুলে বাসায় প্রবেশ করে দেখেন,  ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি খোলা। আলমারি থেকে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে।

বাদী বিষয়টি বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করে  বাসার পাশে সাপওয়ান স্টোরে স্থাপিত সিসি ক্যামেরা যাচাই করে দেখেন যে, রিমান্ড চাওয়া আসামিরা ৮ জুন দিবাগত  রাতে টিভিসহ বের হয়ে যাচ্ছে। এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ
লক্ষ্মীপুরে এক বছরে কুকুরের কামড়ে আক্রান্ত ১০ হাজার মানুষ
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
১০