ময়মনসিংহে মাজারের পাশ থেকে ‘অপ্রকৃতিস্থ’ অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার 

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৮:৪৩
নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরী। ফাইল ছবি

ময়মনসিংহ, ১২ জুন, ২০২৫ (বাসস): প্রখ্যাত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশ থেকে ‘অপ্রকৃতিস্থ অবস্থায়’ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির সূত্র ধরে গফরগাঁওয়ের পাগলা থানার পুলিশ তাকে উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার এলাকা থেকে উদ্ধার করে।

ছবিতে দেখা যায়, সমু চৌধুরী গামছা পরা অবস্থায় একটি গাব গাছের নিচে পাটির ওপর শুয়ে আছেন। 

তার পাশে একটি পানির বোতল ও মাথার কাছে একটি কাপড়ের পুতুল রাখা রয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, স্থানীয় যুবক মামুন প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর তারা সমু চৌধুরীকে উদ্ধার করে।

তবে অভিনেতা সমু চৌধুরী মাজার ছেড়ে থানায় বা অন্য কোথাও যেতে রাজি নন। তিনি মানসিকভাবে অস্থির এবং তাকে কিছু জিজ্ঞেস করলেই উত্তেজিত হয়ে পড়ছেন বলে জানান ওসি।

ওসি জানান, সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ঢাকায় অবস্থান করছিলেন এবং সংবাদ পেয়ে এখন গফরগাঁওয়ে আসছেন। পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। সমু চৌধুরী কীভাবে ও কখন মাজারে পৌঁছেছেন, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, নাটক ও চলচ্চিত্রে সমান জনপ্রিয় সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়।

এরপর তিনি ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০