শিল্পকলায় স্পন্দন থিয়েটার সার্কেল প্রযোজিত ‘দেয়াল জানে সব’ মঞ্চস্থ

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২১:৩৪

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক ‘দেয়াল জানে সব’। নাটকটি পরিবেশন করেছে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল।

আগামীকাল ২০ জুন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে ‘দেয়াল জানে সব’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলানায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হয়।

এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তৃতা করেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

নাটকটির কাহিনীর কেন্দ্রে রয়েছে এক নীরব চরিত্র- ‘দেয়াল’।  নাটকে দেয়ালটি সবকিছু দেখছে, জানে সব। তার চোখের সামনে রিকশাচালক রহিমুদ্দিনের মৃত্যু, বিশ্ববিদ্যালয় ছাত্র রুদ্র’র প্রাণচাঞ্চল্য ম্লান হয়ে যাওয়া, গার্মেন্টসকর্মী আসমার স্বপ্নভঙ্গ, শিশু রাফির নির্মম বিদায় আর হাসপাতালের করুণ চিত্র- সবই ফুটে উঠেছে প্রতীকী কফিনের মাধ্যমে।

‘দেয়াল জানে সব’ সমকালীন বাস্তবতার গর্ভে জন্ম নেয়া একটি নাটক। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন শাকিল আহমেদ সনেট। নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন ‘এই নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নিস্তব্ধতা ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’

মঞ্চসজ্জা, আবহসঙ্গীত, আলো ও ছায়ার খেলায় দর্শক এক অন্তর্গত বাস্তবতার ভেতর প্রবেশ করেন-যেখানে সময় নেই, স্থান নেই, শুধু কালের দেয়ালে লেখা বিস্মৃত মানুষের আর্তনাদ। নাটকটিতে ব্যবহৃত হয়েছে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক সংলাপ, জীবনঘনিষ্ঠ দৃশ্য নির্মাণ, আধুনিক আলোক পরিকল্পনা ও বিমূর্ত কোরিওগ্রাফি। নাটকের আবহসঙ্গীতে ব্যবহার করা হয়েছে হারমোনিয়াম, বাঁশি ও হুইসেলের বিমূর্ত শব্দ যা কফিনের স্তব্ধতা আর দেয়ালের নীরবতা মিলিয়ে এক অন্তর্জাগতিক শূন্যতার অনুভূতি সৃষ্টি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০