জনগণ ১৭ বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল : হেলেন জেরিন খান

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৮:০৫
শনিবার মাদারীপুর শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হেলেন জেরিন খান। ছবি: বাসস

মাদারীপুর, ২১ জুন, ২০২৫ (বাসস): কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ হচ্ছে দেশের মালিক। এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা। আগামী নির্বাচনে সৎ যোগ্য, যারা বাংলাদেশের উন্নয়ন করবে, সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।’ 

হেলেন জেরিন খান আজ শনিবার দুপুরে জেলা শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোনও বাড়ি নেই, এই সততা তাকে আকৃষ্ট করেছে। তিনি সেই পথে হাঁটতে চান।’

তিনি বলেন, ‘আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতি থেকে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি। আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোনও সুবিধা নেব না। আমি মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদী দল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো।’

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা বিএনপির সদস্য আতাবার হাওলাদার, মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী ও রাজৈর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবচেয়ে বেশী ম্যাচ খেলা শিল্টনের রেকর্ড স্পর্শ করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
৮০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন কুন্ডে
সাক্ষীর জবানবন্দি : আমি আইসিইউতে ঢুকে রোগীদের মুখ দেখে ছেলেকে খুঁজেছি
এক বছরে বিচারবিভাগে অনেক অর্জন হয়েছে : প্রধান বিচারপতি 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত
রাশিয়ার সঙ্গে ‘বড় অগ্রগতি’ অর্জনের কথা জানালেন ট্রাম্প
চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১০