জনগণ ১৭ বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল : হেলেন জেরিন খান

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৮:০৫
শনিবার মাদারীপুর শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হেলেন জেরিন খান। ছবি: বাসস

মাদারীপুর, ২১ জুন, ২০২৫ (বাসস): কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ হচ্ছে দেশের মালিক। এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা। আগামী নির্বাচনে সৎ যোগ্য, যারা বাংলাদেশের উন্নয়ন করবে, সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।’ 

হেলেন জেরিন খান আজ শনিবার দুপুরে জেলা শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোনও বাড়ি নেই, এই সততা তাকে আকৃষ্ট করেছে। তিনি সেই পথে হাঁটতে চান।’

তিনি বলেন, ‘আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতি থেকে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি। আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোনও সুবিধা নেব না। আমি মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদী দল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো।’

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা বিএনপির সদস্য আতাবার হাওলাদার, মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী ও রাজৈর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০