হত্যা মামলায় কারাগারে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৯:০৩
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। ফাইল ছবি। সংগৃহীত

ঢাকা, ২১ জুন,  ২০২৫ (বাসস):  সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শাহিনুর বেগম নামে এক হকারকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,গত বছরের ২২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভার এলাকায় ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করে। ঐ আন্দোলনে মামলার বাদী হাবেজা আক্তারের মা শাহিনুর বেগম খাবার পানি সরবরাহ করতে থাকেন। এই সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। এরপর চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় শাহিনুর আক্তারের মেয়ে হাবেজা আক্তার গত ১৪ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ জনকে আসামি করা হয়।

মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ২৬ নং এজহারনামীয় আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
দুদকের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার কারাদণ্ড
চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে একটি লাইটার জাহাজ
ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা
ঢাকা শহর সবুজায়নের কাজে সার্বিক সহযোগিতা করবে ডিএনসিসি
বদরগঞ্জে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় শিক্ষক আটক
সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন
পশুর চ্যানেলে ড্রেজিংয়ে মোংলা বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা
১০