রিমান্ড শেষে সাবেক মন্ত্রী মোশাররফ ও চাখারী কারাগারে

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৯:৩১
ফাইল ছবি। সংগৃহীত

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস): সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল  সরদার  চাখারীকে  রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি  আদালত।

গণ অধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ।

তিন দিনের রিমান্ড শেষে আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম, খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। এতে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি ও গণ অধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল এই মহাসমাবেশের ডাক দেয়। এতে ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন অংশ নেন। শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা অতর্কিতভাবে হামলা করে। এ সময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে বাদি নিজে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় গত ২৯ এপ্রিল ভুক্তভোগী গণ অধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মন বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানা হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের
নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়
দুদকের মামলায় স্বামীসহ যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার কারাদণ্ড
চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে একটি লাইটার জাহাজ
ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা
ঢাকা শহর সবুজায়নের কাজে সার্বিক সহযোগিতা করবে ডিএনসিসি
বদরগঞ্জে নকল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় শিক্ষক আটক
সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন
পশুর চ্যানেলে ড্রেজিংয়ে মোংলা বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা
১০