জুলাই ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:৩২
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২২ জুন, ২০২৫ (বাসস): জেলায় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের স্বজনরা। 

আজ রোববার  দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে ‘জুলাই যোদ্ধা সংসদ, লক্ষ্মীপুর জেলা’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠন সাইফুল ইসলাম মুরাদ, আহত ফাহিম ও নিহত বিজয়ের পরিবারের সদস্যরা।

এ সময় তারা বলেন, বিপ্লবী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। আমরা তা বিশ্বাস করি। তারা আরো বলেন, আমাদের অনুরোধ, আর কোনো জটিলতা যেন না হয়। 

অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা বলেন,  আমরা সংবিধান সংস্কার চেয়েছি, কিন্তু তা করা হয়নি। এই সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তাই আগামীতেও এ সংবিধানে কোনো সরকার আসলে, তারাও ফ্যাসিস্ট হতে পারে বলে আমরা মনে করি।

তারা বলেন,  জুলাই আন্দোলন একটি দলকে উৎখাত করে আরেকটি দলকে প্রতিষ্ঠার জন্য নয়, এ আন্দোলন দেশের ২০ কোটি মানুষকে ফ্যাসিজমের রেজিম থেকে বের করে সুখি-সমৃদ্ধ দেশ গঠন করে মুক্তি দেওয়ার জন্য। 

এ সময় তারা জুলাইয়ের আন্দোলনে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি
আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে: শারমীন এস মুরশিদ
গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর
ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জুলিয়েনের মৃত্যু
কোস্টগাডের্র বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ 
নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে: মাহবুব মোর্শেদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৯
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য
এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
১০