জুলাই ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:৩২
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২২ জুন, ২০২৫ (বাসস): জেলায় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের স্বজনরা। 

আজ রোববার  দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে ‘জুলাই যোদ্ধা সংসদ, লক্ষ্মীপুর জেলা’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠন সাইফুল ইসলাম মুরাদ, আহত ফাহিম ও নিহত বিজয়ের পরিবারের সদস্যরা।

এ সময় তারা বলেন, বিপ্লবী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। আমরা তা বিশ্বাস করি। তারা আরো বলেন, আমাদের অনুরোধ, আর কোনো জটিলতা যেন না হয়। 

অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা বলেন,  আমরা সংবিধান সংস্কার চেয়েছি, কিন্তু তা করা হয়নি। এই সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তাই আগামীতেও এ সংবিধানে কোনো সরকার আসলে, তারাও ফ্যাসিস্ট হতে পারে বলে আমরা মনে করি।

তারা বলেন,  জুলাই আন্দোলন একটি দলকে উৎখাত করে আরেকটি দলকে প্রতিষ্ঠার জন্য নয়, এ আন্দোলন দেশের ২০ কোটি মানুষকে ফ্যাসিজমের রেজিম থেকে বের করে সুখি-সমৃদ্ধ দেশ গঠন করে মুক্তি দেওয়ার জন্য। 

এ সময় তারা জুলাইয়ের আন্দোলনে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
এবারও শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০