আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭৫ জন বহিষ্কার

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:১২

ঢাকা, ২৮ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অসদুপায় অবলম্বনের দায়ে ৭৫জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি কেন্দ্রসহ মোট ১৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন ১৭ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে ৭৫জন পরিক্ষার্থীকে বহিষ্কার ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার।

এবারের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় হয়। এছাড়া, অনিবার্য কারণে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অপারগ হলে, তাদের বিকল্প হিসেবে আরও পাঁচজন ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত রাখা হয়।

সর্বশেষ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮জন আইনের শিক্ষার্থী। এছাড়া গতবারের লিখিত পরিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ প্রাপ্ত হতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০