ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে আশা আমীর খসরুর

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:০৮
আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সাক্ষাতের পর সংবাদ ব্রিফিং করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস): আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সাক্ষাতের পর সংবাদ ব্রিফিং করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশ’ এর সমাবেশ থেকে বিভিন্ন ইসলামি দলের নেতাদের ‘আগে স্থানীয় সরকার নির্বাচনে’র দাবি ওঠার বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজ এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো লক্ষণ আমি দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার তো নেই। আমি দেখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে।

আমীর খসরু বলেন, ‘আর দ্বিমত তো থাকবেই। যেকোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন, রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে। এটাতে কোনো

অসুবিধা নেই। সকলের দ্বিমত পোষণ করার অধিকার আছে।’

নারী নির্যাতন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’ 

তিনি বলেন, ‘এই সব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ হচ্ছে। যারা এ সব ঘটনা ঘটাচ্ছে, তাদের সফল হওয়ার সুযোগ নেই।’

‘কারণ এ-সবের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই তা জানে। আমি যতটুকু জেনেছি এটা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এরকম কেউ জড়িত, যেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে, বিভিন্ন পত্রিকায়ও খবরটি এসেছে।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমীর খসরু বলেন, ‘পার্শ্ববর্তী দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য তো কতগুলো প্রিকন্ডিশন থাকে তাই না।

সম্পর্ক যদি রাখতে হয় বাংলাদেশ ভারতের সম্পর্কটা হতে হবে পারস্পরিক সম্মানবোধের আলোকে, এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থে। এই সম্পর্কটা হতে হবে যেখানে কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে।’

তিনি বলেন, এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে, আমি মনে করি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়াটা আরও সহজ হবে।

সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০