২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বেজা ও এডিবি’র চুক্তি সই

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২০:৪৯ আপডেট: : ২৯ জুন ২০২৫, ২১:৩৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : ফেনীর সোনাগাজী উপজেলায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে একটি চুক্তি সই করেছে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গেও একটি সারাংশ চুক্তিও সই করা হয়েছে।

আজ রোববার রাজধানীতে বেজা’র সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পিপিপি কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় ফেনীর সোনাগাজী উপজেলায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৪০০ একর জমিতে ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রাউন্ড-মাউন্টেড সৌর ফটোভোল্টেইক এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (ইএসএস) স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে এডিবি  ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস অ্যাগ্রিমেন্টের (টিএএসএ) আওতায় কারিগরি সহায়তা দেবে।

সম্প্রতি প্রকাশিত নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫ অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হবে। এটি দেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, এই প্রকল্প বেজা ও বাংলাদেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চলে পিপিপি কাঠামো অনুসরণ করে এটি দেশের প্রথম সোলার প্রকল্প।

তিনি জানান, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য এডিবিকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা দ্রুত শেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করতে এডিবিকে আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের ঘোষিত ‘নিট শূন্য কার্বন নিঃসরণ’ বাস্তবায়নে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের পথ সুগম করতেই বেজা কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০