ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্বের মীমাংসা হলে মামলাজট অনেকাংশে হ্রাস পাবে: ব্যারিস্টার নিশাত মাহমুদ

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:৩৪ আপডেট: : ২৯ জুন ২০২৫, ২২:২২
ছবি : বাসস

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ বলেছেন, ইউনিয়ন পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে দ্বন্দ্বের মীমাংসা হলে আদালতে মামলা জট অনেকাংশে হ্রাস পাবে।

নওগাঁর পাহাড়পুরে স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) আয়োজিত  মেডিয়েশন সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ব্যারিস্টার নিশাত মাহমুদ এ কথা বলেন।

মানবাধিকার নিয়ে সোচ্চার এ আইনজীবী বলেন, স্থানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির কথা বিবেচনায় প্রথমে হয়েছিল গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে গ্রাম আদালত আইন প্রণীত হয়। এ আইনের মূল কথাই হলো স্থানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি। কিন্তু এটি বাস্তবে কার্যকর নয়। তাই মধ্যস্থতা বা বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ আইনজীবী বলেন, গ্রাম্য সালিশে মধ্যস্থতায় দ্বন্দ্ব নিষ্পত্তির হার বাড়লে এ দেশের মানুষ আদালতে মামলা পরিচালনার ভোগান্তি থেকে অনেকাংশে পরিত্রাণ পাবে।

ব্যারিস্টার নিশাত মাহমুদ বলেন,  'একটি পরিবারে আমাদের মা বোনরা সবচেয়ে বেশি তার পরিবার নিয়ে চিন্তা করে। তাই তাদের দ্বারাই শুরু হোক আমাদের কমিউনিটি মেডিয়েশনের পদক্ষেপ। বিচার বিভাগ সংস্কার কমিটির প্রস্তাবিত স্থানীয় আপস মীমাংসা বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।'

অনুষ্ঠানে স্থানীয় স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০