স্ত্রী-পুত্রসহ রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা বেন্টুর নামে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:৫৭
ছবি : বাসস

রাজশাহী, ২৯ জুন, ২০২৫ (বাসস) : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, পুত্রসহ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আজিজুল আলম বেন্টুকে প্রধান আসামি করা হয়েছে ।

মামলায় উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে একচেটিয়া বালু ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন বেন্টু। প্রভাব খাটিয়ে অল্প টাকায় বালুমহাল ইজারা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বালুমহাল থেকেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। বৈধ আয়ের উৎস না থাকলেও বিপুল সম্পদের মালিক তার গৃহিণী স্ত্রী নাসিমা আলম (৪৮) ও বেকার ছেলে রুহিত আমিন (২৯)। 

দুদক সূত্রে জানা গেছে, এই পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু হয় আওয়ামী সরকারের আমলেই। অনুসন্ধানে তাদের মোট ১৮ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৪৫৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অথচ সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে দুদককে ৭ কোটি ৬৪ লাখ ২৬ হাজার ৯৪৫ টাকার সম্পদের বিবরণ দেন। ফলে তাঁর আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৬৮১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ দেখা যায়।

অপরদিকে অনুসন্ধানকালে দুদক পেয়েছে, বেন্টুর স্ত্রী নাসিমা আলম একজন গৃহিণী হলেও তার নামে আয়কর নথি খোলা হয়েছে। তার টিআইএন নম্বর- ৫৮৫৬৫৯৪৭৫১৯৬। নাসিমা আলমের ২০২৩-২৪ করবর্ষে দাখিলকৃত আয়কর নথি অনুযায়ী, তার নামে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ টাকার। অনুসন্ধানকালে নাসিমা আলমের আয়ের বৈধ উৎস পাওয়া যায়নি। স্বামী বেন্টুর অর্জিত সম্পদ তার নিজের আয়কর ফাইলে দেখিয়ে আয়কর নথি খোলা হয়েছে।

ছেলে রুহিত আমিনের পেশা ছাত্র হলেও তার নামেও আয়কর নথি খোলা হয়েছে। তার টিআইএন নম্বর-৫৯২৮১৫৩২০৬০৩। ২০২৩-২৪ করবর্ষে দাখিলকৃত আয়কর নথি অনুযায়ী, তার নামে মোট সম্পদ ৭৮ লাখ ৫২ হাজার ৭৫৯ টাকার। অনুসন্ধানকালে তারও আয়ের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। বাবা বেন্টুর অর্জিত সম্পদ তার আয়কর ফাইলে দেখিয়ে নিজ নামে আয়কর নথি খোলা হয়েছে। আয়কর নথিতে দেখা যায়, বেন্টু তার স্ত্রী এবং পুত্রকে গাড়ি কেনার জন্য ৬৪ লাখ ৭৬ হাজার টাকাও দিয়েছেন। 

দুদক বলছে, নাসিমা আলম তার স্বামী আজিজুল আলম বেন্টুর অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে নিজ নামে আয়কর নথি খুলে সম্পদ অর্জন দেখিয়েছেন। একইভাবে ছেলে রুহিত আমিনও তার বাবা আজিজুল আলম বেন্টুর অর্জিত অবৈধ সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে নিজ নামে আয়কর নথি খুলে সম্পদ অর্জন দেখিয়েছেন। এসব অবৈধ সম্পদ নিজেদের নামে রেখে ও ভোগদখল করে তারাও অপরাধ করেছেন। তাই মামলায় আজিজুল আলম বেন্টু ছাড়াও স্ত্রী ও পুত্রকে আসামি করা হয়েছে। মামলার বাদী রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাসসকে  বলেন, মামলাটি দায়েরের পর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে নথি পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের হিলি স্থলবন্দর পরিদর্শন
পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর ট্রাম্পের
নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতক্ষীরার তালায় ৭ ফার্মেসি মালিককে জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ
জবিতে শহিদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত
১০