রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় শুকুর আলীর ১০ বছর কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৬:২১ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১৬:৪৪
ছবি : বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মো. শুকুর আলী শেখ (৩৫) নামে এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি  ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী রাজবাড়ী জেলা সদরের লন্দানপুর গ্রামের বাসিন্দা।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তার ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের  কারাভোগ করতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানের মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে রিকশার সিটে বসিয়ে ছয় বছরের শিশুর এক শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয় আসামি। কান্নারত অবস্থায় বাসায় এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের হিলি স্থলবন্দর পরিদর্শন
পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর ট্রাম্পের
নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতক্ষীরার তালায় ৭ ফার্মেসি মালিককে জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ
১০