রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় শুকুর আলীর ১০ বছর কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৬:২১ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১৬:৪৪
ছবি : বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মো. শুকুর আলী শেখ (৩৫) নামে এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি  ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী রাজবাড়ী জেলা সদরের লন্দানপুর গ্রামের বাসিন্দা।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তার ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের  কারাভোগ করতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানের মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে রিকশার সিটে বসিয়ে ছয় বছরের শিশুর এক শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয় আসামি। কান্নারত অবস্থায় বাসায় এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে যা বলা হয়েছে
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি ও ইউএন উইমেন
প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর
এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর জিডি করতে হবে না
ফরিদপুরে পেঁয়াজ পচন রোধে কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা
শারীরিক প্রতিবন্ধী টিটি খেলোয়াড় আঁখির জায়গা হয়নি পরিবারে
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
জাম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সশ্রম কারাদণ্ড
ইয়েমেনে ইসরাইলের গুপ্তচর সন্দেহে জাতিসংঘ কর্মী আটক: হুতি কর্মকর্তা
১০