রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় শুকুর আলীর ১০ বছর কারাদণ্ড

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৬:২১ আপডেট: : ৩০ জুন ২০২৫, ১৬:৪৪
ছবি : বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মো. শুকুর আলী শেখ (৩৫) নামে এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি  ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী রাজবাড়ী জেলা সদরের লন্দানপুর গ্রামের বাসিন্দা।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তার ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের  কারাভোগ করতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানের মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে রিকশার সিটে বসিয়ে ছয় বছরের শিশুর এক শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয় আসামি। কান্নারত অবস্থায় বাসায় এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
১০